• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ১২:৩৭:৩৪ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে জাসাসের কমিটি অনুমোদন

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১৪:৪৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি ওয়ার্ডে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কমিটি ঘোষণা করা হয়েছে।

Ad

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় থানা জাসাসের কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চারটি ওয়ার্ড কমিটির অনুমোদন করেন মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী।

Ad
Ad

সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মো. রফিক, প্রচার সম্পাদক সোহরাব হোসেন ভুঁইয়া মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধানসহ প্রমুখ।

অনুমোদন প্রাপ্ত কমিটির মধ্যে ৫নং ওয়ার্ডের সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ ফজলুল করিম, ৭নং ওয়ার্ডে সভাপতি সোলাইমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. আল ইসলাম, ৮নং ওয়ার্ডে সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শান্ত এবং ১০নং ওয়ার্ডে সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহীন নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের এমন কিছু করা যাবে না, যা করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কমিটি পাওয়ার পর যদি কেউ অপকর্মে লিপ্ত হন তাহলে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us