• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সকাল ০৮:১৯:২০ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সাইন্টিফিক সেমিনার ও র‍্যালি

১৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৫:৪৬

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যকে ধারণ করে র‌্যালি, আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা ও সাইন্টিফিক সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।

Ad

পরে আলোচনা সভায় নোয়াখালী ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

Ad
Ad

আলোচনা সভা শেষে ডায়াবেটিক ফুট ও পায়ের ক্ষত বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার আলোচনা করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মুহাম্মদ ইয়াছিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, হৃদরাগ বিশেষজ্ঞ ডা. করিমুল হুদা সিরাজী ও সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মূহাম্মদ কামরুল হাসান।

বক্তারা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা করেন। একইসাথে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী চলা এ অনুষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us