• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ১২:১৫:৫১ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় জমি-জমার দ্বন্দ্বে বৃদ্ধাকে কুপিয়ে আহত

৭ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:১৬

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা এবং এর জের ধরে ভুক্তভোগী পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষের কুটি খাতুন নামে বৃদ্ধা এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষরা।

Ad

৭ জুন শুক্রবার সকালে হামলার ঘটনায় মারাত্মক আহত স্বামী ও নিঃসন্তান ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজন ও স্থানীয়রা।

Ad
Ad

এ ঘটনায় শওকত আলী মুন্সী বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী শওকত আলী মুন্সী অভিযোগ করে জানান, আমাদের ওয়ারীশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘ দিন যাবৎ ভোগদখল করে আসছি। আমাদের দলিল, পর্চা সমস্ত কাগজপত্র থাকা সত্বেও প্রভাবশালী প্রতিবেশী শামীম মুন্সি, শাহিন মুন্সি, বাশার মুন্সিসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা কুটি খাতুনের মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। পরিবারের সদস্যরা তাকে (কুটি খাতুনকে) উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন ব্যাপারী অভিযোগ করে জানান, ইতোপূর্বে শাহিন গংরা আমাদের পৈত্রিক প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে নিজেরা আমাদের সম্পত্তি খাচ্ছে। এখন আবার তারা বৃদ্ধা মহিলাকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পাঠকদের উদ্দেশ্যে প্রথম আলোর ঘোষণা
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৪:০৬



সংবাদ ছবি
বিশ্ব গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৩:০১

সংবাদ ছবি
আমি শোকাহত, দুঃখিত ও লজ্জিত: উপ-প্রেস সচিব
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪২:৫৯


সংবাদ ছবি
ফাঁদে পা দেবেন না: মাহফুজ আলম
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৮:০৯


সংবাদ ছবি
প্রথম আলোর ভবন পরিদর্শন করলেন আইজিপি
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:০০



Follow Us