শ্রীলংকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: শ্রীলংকায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। ৩ ডিসেম্বর বুধবার সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে।জানা যায়, ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইটসহ বিপুল পরিমাণ ওষুধ।সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলেন, মানবিক এ সহায়তা শ্রীলংকায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকারের নির্দশনায় বৈশ্বিক যে কোন প্রয়োজনে বাংরাদেশ সশস্ত্র বাহিনী অঙ্গীকারবদ্ধ।উল্লেখ্য, শ্রীলংকায় বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৩৪ জন এবং নিখোঁজ রয়েছে কমপক্ষে ২ শতাধিক। দেশটির সরকার শ্রীলংকায় জরুরি অবস্থা জারি করার পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে।