শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন
গোবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “জীবন বিজ্ঞানের উপর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস ২০২৫)”-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।১৮ অক্টোবর শনিবার সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে তার উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল ,‘বায়োইনফরমেটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জৈব চিকিৎসা গবেষণার রূপান্তর’।কীভাবে ‘জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ বায়োমেডিকেল রিসার্চ এ বৈপ্লবিক পরিবর্তন আনছে তার ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।এ সময় তিনি তুলে ধরেন, কীভাবে গবেষণাগারে উদ্ভূত ডাঁটাকে ‘জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যাচাই করন করা যায়। উদাহরণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানবিষয়ক জার্নাল হ্যালিয়ন এ তার নিজস্ব প্রকাশিত প্রবন্ধে কীভাবে বায়োইনফরমেটিকস’র ব্যবহার হয়েছে তা তুলে ধরেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।