• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ ভোর ০৫:১২:৫১ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, দোআ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।এদিন সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। সকাল ৯টায় উপজেলা চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম ও সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।এদিকে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।