• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:১৬ (21-Nov-2025)
  • - ৩৩° সে:

গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:২১

সংবাদ ছবি

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি (একিউসিএস) ক্লাবের আয়োজনে প্রায় ১৪০০ শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়েছে।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার ক্যাম্পাসের মুক্তমঞ্চে বিকাল ৪টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচি।

Ad
Ad

পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। এ উপলক্ষে মুক্তমঞ্চের বিভিন্ন দিকে ও মঞ্চের আশেপাশে মনোমুগ্ধকরভাবে সাজায় সংগঠনটি। যা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি ও উৎসব এর আমেজ তৈরি করে। অনেক শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগের পাশাপাশি ছবি উঠাতেও ব্যস্ত থাকে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. আবু দারা, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

কুরআন বিতরণকালে উপস্থিত ছিলেন মঞ্চে উপস্থিত থেকে কুরআন বিতরণ করেন অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুব হোসেন, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি ড. আহসান সৌরভ, একিউসিএস ক্লাবের সভাপতি মো. আবু দারদা, সাধারণ মো. সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান ও গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান।

জানা যায়, আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব প্রায় ১৪০০ শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন করলেই ফ্রি কুরআন উপহার দেয়। কুরআন বিতরণের জন্য তৈরি করা হয় বুথ, অনেক শিক্ষার্থী বুথ থেকে রেজিস্ট্রেশন করেই কুরআন নেয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিক্ষার্থী থেকে শুরু করে গানের সংগঠন মধুমতী শিল্পী গোষ্ঠী ও রূপান্তর শিল্পী গোষ্ঠী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। এটির মধ্যে আমাদের সমস্ত জীবন-বিধান দেওয়া আছে। কুরআন পড়ার পাশাপাশি আমাদের অর্থও বুঝতে হবে। তিনি সবাইকে সৎ ও ভালো পথে চলার জন্য দিকনির্দেশনা দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান তার বক্তব্যে যুবক বয়সের ইবাদতের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ যুবকদের ইবাদতে বেশি গুরুত্ব দিয়েছেন। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, তারাও যুবক।

সংগঠনটির সভাপতি মো. আবু দারদা বক্তব্য রেখে অনুষ্ঠান শেষ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণ-রুপার দাম
২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:১২




সংবাদ ছবি
গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ
২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:২১






Follow Us