• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ দুপুর ০২:৪৯:০৩ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

তায়কোয়ানদো বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গৌরব সান্ত্বনা রানী রায়

১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৫:৫৪

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ তায়কোয়ানদো বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশের ইতিহাস গড়া সাফল্যের নেপথ্যে রয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের সন্তান সান্ত্বনা রানী রায়।

গত ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ তায়কোয়ানদো বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবং জেসোলো তায়কোয়ানদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ এই ২টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দুর্দান্ত সাফল্য অর্জন করে।

Ad
Ad

সান্ত্বনা রানী রায় বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ও লালমনিরহাট তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ তায়কোয়ানদো দল এ প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলোয়াড়, কোচ ও ম্যানেজার এই তিন ভূমিকায় নেতৃত্ব দিয়ে তিনি নিজেই ২টি স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ দল মোট ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জপদক জয় করে।

Ad

ভেটেরান (নারী) বিভাগে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ও ৭৭ কেজি ওজন শ্রেণিতে সান্ত্বনা রানী রায় স্বর্ণপদক এবং সাদিয়া হোসেন রৌপ্যপদক অর্জন করেন। এছাড়া জেসোলো তায়কোয়ানদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশি খেলোয়াড়রা স্বর্ণ ও রৌপ্য জয় করে দেশকে গর্বিত করেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশ নিতে ইতালি যাওয়ার আগে দলের কিছু সদস্যের বিরুদ্ধে ‘আদম পাচারের’ অভিযোগ উঠলেও আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য সেই বিতর্ককে ছাপিয়ে যায়।

সান্ত্বনা রানী রায় শুধু আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গৌরব বাড়াননি, তিনি নিজ জেলা লালমনিরহাটে প্রতিষ্ঠা করেছেন লালমনিরহাট তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন। যা এখন উত্তরাঞ্চলে মার্শাল আর্ট প্রশিক্ষণের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

তৃণমূল কৃষক পরিবারের মেয়ে সান্ত্বনা রানী রায় এখন বাংলাদেশের তায়কোয়ানদো ইতিহাসে অনুপ্রেরণার প্রতীক। তিনি প্রমাণ করেছেন গ্রামের মাটিতেও লুকিয়ে থাকে বিশ্বজয়ী সম্ভাবনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি দিবস পালন
১৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:০৯:২৬





Follow Us