নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে লাল কার্ড দেখাতে হবে। নির্বাচনি মাঠে কেউ ফ্যাসিবাদের চেহারা নিয়ে এলে জনগণকে তা প্রতিরোধ করতে হবে।

২৬ জানুয়ারি সোমবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ১১ দলীয় জোটের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের কেউ আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করে না। ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসার চেষ্টা করলে জনগণই তাকে লাল কার্ড দেখাবে।’
তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি ২৪-এর গণআন্দোলনের একজন নায়ক। তিনি কারও কাছে মাথা নত করেননি বলেই তাকে শহীদ হতে হয়েছে। যে দেশে আবরার ফাহাদ ও আবু সাঈদের মতো শহীদের জন্ম হয়, সে দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’
জামায়াত আমির আরও বলেন, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী শক্তির বিজয় হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও ইসলামের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমাদের জনপ্রতিনিধিদের সম্পদ হঠাৎ করে বাড়বে না। জনগণের সামনে তারা সম্পদের হিসাব দেবে। সুশাসন নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’
রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা নিজেরা খাওয়ার জন্য কিংবা কর্মীদের পেট ভরানোর জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশের দুঃখী, ভুখা ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে এবং গায়ে কাপড় তুলে দিতে।’
তিনি বলেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। সবাই যদি হ্যাঁ ভোট নিশ্চিত করে, তাহলে দেশ বিজয়ী হবে। ভবিষ্যতে আর কোনোভাবেই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
এ সময় তিনি ভোট পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান এবং এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available