নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

২৬ জানুয়ারি সোমবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকার ডুমনি বাজারে নির্বাচনি গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।


আরিফুল ইসলাম আদিব অভিযোগ করে বলেন, সোমবার সকালে ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা সমর্থকরাও বাধার মুখে পড়েন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আদিব বলেন, ‘খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।’
তিনি আরও লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available