নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ও গাক চক্ষু হাসপাতাল এর উদ্যোগে নাটোরের নলডাঙ্গায় প্রায় ৫শ’ পুরুষ ও মহিলা রোগীকে ফ্রি চক্ষু সেবা ও ফ্রি চোখের ছানি পরীক্ষা করা হয়। ছানি অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতাল বগুড়াতে পাঠানো হবে।

২৬ জানুয়ারি সোমবার সকালে নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থীও বাংলাদেশ শ্রমিক কল্যাণ কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ডক্টর জিয়াউল হক জিয়া এর ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু শিবির ও ফ্রি চোখের ছানি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এ সময় মেয়র প্রার্থী জিয়াউল হক বলেন, চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এ ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, নলডাঙ্গা থানার শিবিরের বর্তমান সভাপতি মো. রায়হান আলী, বিশিষ্ট সমাজ সেবক জনাব মো. ইয়াছিনুর রহমানসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available