নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ আয়োজিত ওভারসিজ কোর্স পার্টিসিপ্যান্টদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী সংযোজন হিসেবে প্রথমবারের মতো সিভিল স্পনসররা প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। গত ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই বিশেষ আয়োজনে বাছাইকৃত বেসামরিক পেশাজীবীদের একটি সুসংগঠিত দল স্টাফ কলেজ কোর্সে অংশগ্রহণকারী বিদেশি সামরিক কর্মকর্তাদের সামনে বাংলাদেশের জাতীয় প্রোফাইল, অপার সম্ভাবনা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। এই মর্যাদাপূর্ণ কর্মসূচির মাধ্যমে মিত্র দেশগুলোর ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের সামনে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সাফল্যের বার্তা পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করেন সিভিল স্পনসররা।

সিভিল স্পনসর দলের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর সৈয়দ আহসানুল আলম। তার সুনিপুণ নেতৃত্বে প্রতিটি উপস্থাপনায় একাডেমিক গভীরতা, বিষয়ভিত্তিক ভারসাম্য এবং জাতীয় প্রতিনিধিত্বের উচ্চমান নিশ্চিত করা হয়। কর্মসূচিতে এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মুনির হোসেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা দেন। একইসাথে আন্তর্জাতিক ব্যবসায়ী মাকসুদ হোসেন বাংলাদেশ ও পূর্ব আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত দিক নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন। এছাড়া কে এম জহিরুল কায়ুম বাংলাদেশের বিশাল যুবসমাজের সম্ভাবনা ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।


নারীর ক্ষমতায়ন বিষয়ে একটি প্রভাবশালী ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা প্রদান করেন প্রফেসর সৈয়দ আহসানুল আলম নিজেই। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের রূপ তুলে ধরতে রাফসান চৌধুরী উৎসব ও মেলা বিষয়ক সেশন পরিচালনা করেন এবং সৈয়দ আলমাস কবির বাংলাদেশের ইতিহাসের ওপর একটি দীর্ঘস্থায়ী প্রেক্ষিতভিত্তিক উপস্থাপনা প্রদান করেন। এই কর্মসূচিতে অন্যান্য সম্মানিত সিভিল স্পনসরদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হক, মনিরুল ইসলাম, ফাহিম সাদিকুজ্জামান, মাহবুবুল হক এবং আখতারুজ্জামান পাভেল। তাদের সক্রিয় অংশগ্রহণ ও বিশেষায়িত জ্ঞান বিদেশি কর্মকর্তাদের বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করে।
পুরো আয়োজনে ডিএসসিএসসির শীর্ষ নেতৃত্ব নিরবচ্ছিন্ন ও সক্রিয় সহযোগিতা প্রদান করেন। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এবং ডেপুটি কমান্ড্যান্ট এয়ার কমডোর মোহাম্মদ মাহফুজ উদ্দিন সরাসরি উপস্থিত থেকে সিভিল স্পনসরদের এই উদ্যোগকে উৎসাহিত করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সিভিল স্পনসরদের এই ভূমিকার প্রশংসা করে জানান যে, জনগণের সঙ্গে জনগণের সংযোগ স্থাপনের মাধ্যমে এটি বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি উন্নয়নে বিশেষ সহায়ক হবে। সিভিল স্পনসরদের পক্ষে প্রফেসর সৈয়দ আহসানুল আলম ডিএসসিএসসি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি সশস্ত্র বাহিনী ও বেসামরিক পেশাজীবীদের মধ্যে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available