• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩২ রাত ১০:৪০:৩৬ (19-Jan-2026)
  • - ৩৩° সে:

এমবিআইটির অনন্য আয়োজন: যেখানে সৌন্দর্য হয়ে ওঠে শক্তি

১৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৫

এমবিআইটির অনন্য আয়োজন: যেখানে সৌন্দর্য হয়ে ওঠে শক্তি

নিজস্ব প্রতিবেদক: ‘মিস বাংলাদেশ ইন ট্রেনিং’ (এমবিআইটি)-এর প্রতিষ্ঠাতা ড. নিলুফার ইসলাম মনা সম্প্রতি বাংলাদেশ সফর করেন। এই উপলক্ষে ১৮ জানুয়ারি রোববার রাজধানীর গুলশানে এমবিআইটির উদ্যোগে একটি বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিউটি পেজেন্ট বিজয়ী এবং ভবিষ্যতে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীদের আমন্ত্রণ জানানো হয়।

Ad

এমবিআইটির পরিচালক ডক্টর তাওহিদা রহমান এবং রেজুভা ওয়েলনেসের কনসালটেন্ট ইরিন বলেন, “আমরা (ড. ইসলাম ও আমি) সবসময় এমন একটি ‘সিস্টারহুড’ গড়ে তুলতে চেয়েছি, যেখানে সবাই একে অপরের পরিপূরক হিসেবে শিখবে এবং সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

Ad
Ad

এমবিআইটির প্রতিষ্ঠাতা ড. নিলুফার ইসলাম মনা বলেন, “বাংলাদেশে পেজেন্ট্রি বা সৌন্দর্য প্রতিযোগিতা এখনো একটি নতুন ধারণা। আমাদের প্রথম লক্ষ্য হলো এই সচেতনতা তৈরি করা যে, এটি কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; বরং নিজেকে মেধা ও গুণে সেরা রূপে গড়ে তুলে দেশের জন্য অবদান রাখার একটি মাধ্যম। সে কারণেই আমরা একজন বিজয়ীকে ‘মিস বাংলাদেশ’ বলি। এই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।”

আয়োজনে প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় পেজেন্ট কুইন ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নীলিমা হাসান মোহনা (মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫), আকলিমা আতিকা কোনিকা (মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫) এবং ইসরাত শারমিন খান (মিস অরা বাংলাদেশ ২০২৩) অন্যতম।

বর্তমানে এমবিআইটি, ডক্টর তাওহিদা রহমান ইরিন পরিচালিত ‘রেজুভা ওয়েলনেস’ এবং আজরা মাহমুদের ‘এএমটিসি’-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। সম্প্রতি আজরা মাহমুদ একটি সরাসরি (ইন-পারসন) পেজেন্ট গ্রুমিং কোর্স চালু করেছেন। এর আগে এমবিআইটি তিন মাস মেয়াদী একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স সফলভাবে পরিচালনা করেছিল।

এমবিআইটির ‘লিগ্যাসি উইনার’ বা বিজয়ীরা বর্তমানে প্যারেন্টিং, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারীদের আত্মরক্ষা বিষয়ক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
১৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৫:১১

পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে যে হারে
পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে যে হারে
১৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪






Follow Us