আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়া সরকার ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী, ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং তাদের একটি অংশ সিরীয় সেনাবাহিনীতে একীভূত হবে।

গত কয়েকদিন ধরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ চলছিল। অবশেষে স্থানীয় সময় ১৮ জানুয়ারি রোববার দুই পক্ষের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।


চুক্তির আওতায় ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরবর্তী এলাকা থেকে এসডিএফ তাদের বাহিনী সরিয়ে নেবে। একই সঙ্গে সংগঠনটির একটি অংশ সিরিয়ার সামরিক কাঠামোর সঙ্গে একীভূত হবে।
চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য এসডিএফ তাদের নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এর মাধ্যমে ‘জাতীয় অংশীদারিত্ব’ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাসক্ষেত্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সরকারের হাতে ন্যস্ত করা হবে। এর আগে গত মার্চে এ ধরনের একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের হাতে ফিরে আসবে।
এদিকে, যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
একই দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিভিন্ন খাতে সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
সৌদি প্রেস এজেন্সি জানায়, আল-শারার নেতৃত্বাধীন নতুন সিরীয় প্রশাসনের প্রতি শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে সমর্থন জানিয়ে আসছে সৌদি আরব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available