• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ০২:১৮:৪৫ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬

সংবাদ ছবি

অনলাইন ডেস্ক: চলতি মাসের শুরুতেই প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। ডিসেম্বরের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ২০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় সাড়ে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Ad

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রাবাজারে যোগান ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ২ হাজার ৮৭১ মিলিয়ন বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার ক্রয় করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের ১৭ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর ১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি ডলারে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৭৬ কোটি ডলার। সে হিসাবে ১৭ দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। ফলে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।

এর আগে, গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে দেশে। পাশাপাশি অক্টোবরে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে প্রবাসীরা পাঠিয়েছেন ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৪৪:০৭






Follow Us