• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:২৫:২১ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪২:২৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

৩০ নভেম্বর রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান ওই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের নাম ওয়াহেদুজ্জামান। তিনি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

Ad
Ad

আদালত সূত্র জানায়, সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে ওয়াহেদুজ্জামান টাকার জন্য মা-বাবার উপর অত্যাচার করতেন। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি তার মা ছেলের অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তার বাবা আব্দুস সামাদ একাই বাড়িতে ছিল। রাতে মাদকের টাকার জন্য ছেলে ওয়াহেদুজ্জামান বাবাকে চাপ দিতে থাকে। টাকা দিতে অস্বীকার করলে তিনি শয়ন কক্ষে বাবা আব্দুস সামাদকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, মামলার কিছুদিন পরই আসামিকে পুলিশ গ্রেফতার করে। রায়ের সময় আসামি ওয়াহেদুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী গোলাম মোস্তফা মিয়া। তিনি বলেন, মামলার রায়ে তারা সন্তুষ্ট নন, উচ্চ আদালতে আপিল করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
তফসিলের আগেই সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:৪৩

সংবাদ ছবি
এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন
৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১২:২৬



Follow Us