নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সেখানে যাবেন।

৩১ জানুয়ারি শনিবার দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।


একমাত্র বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে, ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে 'হ্যা' ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি বিএনপি সরকার গঠন করলে, তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available