• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ দুপুর ১২:১৪:০৪ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় পরিবর্তনের বার্তা দিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৬:৪২

বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় পরিবর্তনের বার্তা দিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় দেশবাসীকে পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Ad

তিনি বলেন, নানা অপপ্রচার ও মিথ্যা অভিযোগের পরও ছাত্রশিবিরের এই বিজয় প্রমাণ করে দিয়েছে, দাঁড়িপাল্লা প্রতীকই পরিবর্তনের প্রতীক। ফ্যাসিবাদ, চাঁদাবাজিমুক্ত রাজনীতি এবং রাষ্ট্রীয় সংস্কার চাইলে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Ad
Ad

৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তফজ্জল আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক পরওয়ার।

তিনি বলেন, ভয়ভীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি দিয়ে কখনোই দেশের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ হত্যা করে কিংবা চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে দেশ ও জনগণের নিরাপত্তা থাকতে পারে না।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আতাউর রহমান সরকার। সরকার গঠনের সুযোগ পেলে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় হাসপাতালের উন্নয়ন, গ্যাস লাইনের সম্প্রসারণ করে ঘরে ঘরে গ্যাস সংযোগসহ সব স্থানীয় সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভূঁইয়া ও কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, এনসিপি কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহসহ জোটভুক্ত দলের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৮:১০

ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৯:১৫



কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৪:২৯


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৪:৫৭


Follow Us