• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ সকাল ১১:৪০:২৯ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

১৭ দিন নিখোঁজ থাকার পর গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

২১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৩:৪০

১৭ দিন নিখোঁজ থাকার পর গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে ১৭ দিন ধরে নিখোঁজ গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর তা শনাক্ত করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে নিখোঁজ গোলকাজুলের পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Ad
Ad

জানা যায়, গত ৩ জানুয়ারি রাতে নিখোঁজ হয় গোলকাজুল। এ ঘটনায় ৮ জানুয়ারি নিখোঁজ গোলকাজুলের স্ত্রী লিসা বেগম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, নির্যাতন করে হত্যার পর নদীতে মরদেহ ফেলে গেছে আসামীরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ গোলকাজুলের পরিবার মরদেহটি সনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us