• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ দুপুর ০১:২০:৫৩ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৫:০৬

ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর বিভিন্ন ধারায় এ আদালত পরিচালিত হয়।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Ad
Ad

এ সময় লাইসেন্স না থাকার কারণে উপজেলার ওসমানপুরে অবস্থিত আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা, রানীগঞ্জে অবস্থিত লাইসেন্সবিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আদালত পরিচালনাকালে প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী। এ সময় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, জনস্বার্থে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন
গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১৭:০৫


দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৮:৩৯









Follow Us