• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ সকাল ১১:৪১:১২ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন তিন চক্ষু হাসপাতাল সিলগালা

২১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৯:১৪

লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন তিন চক্ষু হাসপাতাল সিলগালা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক (চক্ষু) বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, রোগীদের সঙ্গে প্রতারণা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল ও রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন।

Ad
Ad

অভিযান চলাকালে রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মামুনুর রশীদ পলাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন জানান, সিলগালা করা প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছিল। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের সহকারী হয়েও কয়েকজন ব্যক্তি ডাক্তার পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। এসব অভিযোগে হাসপাতালগুলো সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us