• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ দুপুর ০২:০৪:১৮ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

১০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:১৪

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

Ad

১০ জানুয়ারি শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

Ad
Ad

এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামে বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধ সংঘটন করে আসছিলেন।

এপিবিএন অধিনায়ক বলেন, রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান অব্যাহত। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েক মাস ধরে ক্যাম্প এলাকার পরিবেশ কিছুটা শান্ত থাকলেও হঠাৎ করে আধিপত্য বিস্তারের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। আতঙ্কে থাকা আশ্রিত রোহিঙ্গারা সংঘাত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

এবিষয়ে ক্যাম্পের মাঝি আবুল কালাম বলেন, রাতে হঠাৎ করে গুলাগুলির তীব্র আওয়াজে ব্লকে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা শান্তিতে থাকতে চাই, আশা করি সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসন এগিয়ে আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পোশাকে শ্বশুরবাড়ির পদবি, আলোচনায় আলিয়া ভাট
পোশাকে শ্বশুরবাড়ির পদবি, আলোচনায় আলিয়া ভাট
১১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৩:০৯

৯ ঘণ্টা পর ছাড়া পান চবির সেই শিক্ষক
৯ ঘণ্টা পর ছাড়া পান চবির সেই শিক্ষক
১১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৯:২৫



মাটিরাঙ্গায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
১১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৬:৩৭


এফএ কাপের চতুর্থ রাউন্ডে হামজার লেস্টার সিটি
এফএ কাপের চতুর্থ রাউন্ডে হামজার লেস্টার সিটি
১১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৪:৪৮


Follow Us