মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারি রোববার সকালে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আয়োজনে কাঁঠাল বাগান এলাকায় ৩০০ শীতার্ত পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সময়ে ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়েছে।


এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, জি, মেজর মো. সামিউল হক উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসসম্পর্ক বিদ্যমান রয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available