• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:১৯:৪৩ (24-Oct-2025)
  • - ৩৩° সে:

লালপুরে কৃষকের ১৮০০ গাছের কলার কাঁদি ও লাউ কেটে নষ্ট করলো দুর্বৃত্তরা

২৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৫:২৪

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে রাতের আঁধারে এক কৃষকের বাগানের কলা ও লাউ গাছের গোড়া সমস্ত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।

২২ অক্টোবর বুধবার দিবাগত রাতে যেকোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের নাম মো. মাসুদ রানা, তিনি একই গ্রামের মো. সুব্বাস আলীর ছেলে৷

Ad
Ad

২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০টি কলা গাছের কাঁদি মাটিতে পড়ে আছে। পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। যেগুলো আর কয়েকদিন পর বিক্রির উপযুক্ত হতো।

Ad

ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতের শ্রমিক নুরু জানান, ‘আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশোনা ও পরিচর্যার করি। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদি কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয়, পাশে লাউ গাছ ছিল, সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।’

স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা! যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল
২৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৮:০৯

সংবাদ ছবি
ছুটির দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের
২৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৫:২৭



সংবাদ ছবি
আখাউড়াতে ছুরিকাঘাতে যুবক নিহত
২৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২৮:০৭







Follow Us