ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে নির্মমভাবে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২৬ জানুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর বডির পদত্যাগ দাবি করেন এবং আলটিমেটাম দেন।


মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থী হত্যার ছয় মাস পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা বলেন, ‘আমরা ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছি। দিনে-দুপুরে একজন শিক্ষার্থীকে হত্যা করা হলেও প্রশাসন কেবল টালবাহানা করছে। আমরা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি চাই।’
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘সাজিদ হত্যাকাণ্ডের পর থেকে বারবার বলা হচ্ছে তদন্ত রিপোর্ট আসছে। কিন্তু সেই রিপোর্ট কবে আসবে তা কেউ জানে না। কোনো অদৃশ্য শক্তির ভয়ে যদি বিচার প্রক্রিয়া থেমে থাকে, তাহলে প্রশাসনকে শিক্ষার্থীদের সামনে তা স্পষ্ট করতে হবে। সাজিদ হত্যাসহ বিশ্ববিদ্যালয়ের সব অনিয়মের সঙ্গে জড়িতদের মুখ উন্মোচন করতে হবে।’
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘গত ছয় মাসে প্রশাসন শুধু নয়-ছয় করেছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। আগামীকাল বিকেল ৪টার মধ্যে ব্যর্থ প্রক্টর বডিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় অপসারণ করা না হলে আগামী বুধবার সকাল ১১টায় ভিসি অফিস ঘেরাও করা হবে।’
তিনি আরও বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে এবং তাদেরও তদন্তের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সাজিদ হত্যার দায় প্রক্টরের নয়। প্রক্টর প্রশাসনের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি। যদি দায় থেকে থাকে, তা সম্পূর্ণ প্রশাসনের। হত্যাকাণ্ডটি বর্তমানে পুলিশি তদন্তাধীন এবং ভিসি ও প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিক্ষার্থীরা যদি নতুন কর্মসূচি দেয়, আমরা তাদের পাশেই থাকবো।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available