• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:৩৯ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে স্লোগান দেওয়া অর্ণব ফিরে পেলেন ডিসিডিএস পদ

১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০০:৪১

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে স্লোগান দেওয়া সেই ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) মাহমুদুল হাসান অর্ণব ফিরে পেল সহ-সভাপতির পদ এবং একই সাথে বিতর্ক কার্যক্রমে অংশগ্রহণে থাকছে না বাধা।

Ad

৩১ অক্টোবর শুক্রবার সভাপতি শাহাদাৎ হোসাইন ও সাধারণ সম্পাদক আবু বক্কর সাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রত্যাহার আদেশটি ঘোষণা করা হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহমুদুল হাসান অর্নবের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে গত ১৬ সেপ্টেম্বর অর্ণবকে তার সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে ১৫ অক্টোবর অর্ণব গৃহীত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের নিকট আপিল করেন । এর প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর কার্যনির্বাহীর পরিষদের সম্মতিতে এবং আপিলকারীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে মডারেটর প্যানেল তার নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করে।

এ বিষয়ে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি সভাপতি শাহাদাত হোসাইন বলেন, অর্নবের এই বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ তাকে ডাকলে সে ভুল স্বীকার করে এবং এর প্রেক্ষিতে ক্যাম্পাস প্রশাসন তার থেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে এই বিষয়ের সমাধান করেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পরেও আমাদের কমিটি মেম্বারদের থেকে ইক্যুইটি কনসার্ন আসায় আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাকে অব্যাহতি দেই। পরবর্তীতে সে তার ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে এবং এ ধরনের ভুল আর না করার অঙ্গীকার প্রদান করে। এর মধ্যেই একমাসেরও অধিক সময় তিনি শাস্তির আওতায় ছিলেন। তিনি যেহেতু ভুল বুঝে ক্ষমা চেয়েছেন সেহেতু সার্বিক বিবেচনায় ইক্যুইটি বোর্ড, কার্যনির্বাহী পরিষদ এবং মডারেটর প্যানেল বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ফিরিয়ে এনেছেন।

অর্ণবের শাস্তির বিষয়ে শাহাদৎ হোসাইন আরও বলেন, ডিসিডিএস-ই এই বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে এবং যেহেতু কলেজ প্রশাসনও এক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, সেহেতু ডিসিডিএস তাকে ভুল শুধরানোর সুযোগ দেওয়াকে অন্যায় মনে করে না।

নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির প্রধান মডারেটর ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিক বার কল ও মেসেজ করলে কোনো উত্তর করেননি।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর মাহমুদুল অর্ণবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে শব্দচয়ন করে। এ ঘটনায় অর্ণবকে তার সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি ও সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রদান করে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বকশীগঞ্জে মোবাইলে অনলাইন জুয়া, যুবক আটক
১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭:৫৮

সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ৫৪ জাতীয় সমবায় দিবস পালিত
১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৫০


সংবাদ ছবি
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন বাবরের
১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১০:৫৩

সংবাদ ছবি
ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল
১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৮


সংবাদ ছবি
শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৬:০০


সংবাদ ছবি
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২২:৪০

সংবাদ ছবি
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২১:০০


Follow Us