• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ১২:৫৯:৪০ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

নোবিপ্রবিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:০৪

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার এক যুগ পদার্পণ ও বার্ষিক মুখপাত্র ‘ফাউন্টেনপেন’এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩১ই অক্টোবর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সমিতির বর্তমান ও সাবেক সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Ad
Ad

র‍্যালি শেষে এক যুগপূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যাসুরেন্স সেল রুমে নোবিপ্রবিসাসের বার্ষিক মুখপত্র ‘ফাউন্টেনপেন’-এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

‘জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপট ও পরবর্তী বাংলাদেশ’ বিষয় নিয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং নোবিপ্রবিসাসের উপদেষ্টা জনাব এ. এফ. এম. আরিফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোবিপ্রবিসাসের সভাপতি জনাব মো. ইমাম হোসেন।

সম্মানিত অতিথির বক্তব্যে প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাংবাদিক ক্লাব রয়েছে। যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে। নোবিপ্রবির সাংবাদিকরাও জুলাই আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাস দীর্ঘ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই এই ধারা শুরু। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ। এই ভুয়া সংবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, জুলাই বিপ্লব  পরবর্তী সময়ে সাংবাদিকতা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে।  এখন আমাদের দায়িত্ব অনেক গুন বেড়ে গেছে। একটা সময় ছিলো যখন সত্য নিউজ প্রকাশ করা সম্ভব ছিলো না কিন্তু এখন সময় এসেছে সত্যকে সামনে নিয়ে আসার এবং ন্যায় ভিত্তিক সাংবাদিকতার।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার প্রদান করা হয়। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পুরস্কার পায় আমার দেশের প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং আরটিভির প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম। বর্ষসেরা বিশেষ প্রতিবেদন (প্রিন্ট) ক্যাটাগরিতে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মুস্তাকিম সাদিক এবং অনলাইন ক্যাটাগরিতে সময়ের কন্ঠস্বর প্রতিনিধি তৌফিক আল মাহমুদ। ফিচার ক্যাটাগরিতে রাইজিং বিডির মো.শফিউল্লাহ এবং বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে পুরস্কার পায় এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদি ইন্তেকাল করেছেন
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১২:২৭:১১



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


Follow Us