জয়পুরহাট প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জয়পুরহাটে যুব সমাবেশ এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি সোমবার বেলা ১১টায় জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক মো. মকছুদুল কবীর। অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ওয়াজেদুর রহমান এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালনায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে- কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষিবিষয়ক প্রশিক্ষণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। তারা আরও বলেন, তারুণ্যের শক্তিই দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে যুব সমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available