পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘ ২৪ বছর পর পঞ্চগড়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জানুয়ারি দুপুর দেড়টায় তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন।

এরপর বিকেলে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেবেন।


দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে পঞ্চগড় জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ নিয়ে প্রস্তুতি চলছে চিনিকল মাঠজুড়ে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available