• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ দুপুর ১২:৪৪:০৭ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি, লুণ্ঠিত মালামাল উদ্ধার

৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৫

মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি, লুণ্ঠিত মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে নিউ আরিচা ১২৩/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইজার পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আরোও ৩শ’ কেজি তামা উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ।

Ad

আটক ডাকাতদলের সদস্যদের দেয়া তথ্যনুযায়ী বৃহস্পতিবার ঢাকার মিডফোর্ড এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর রাতে শিবালয়ের বরংগাঈলে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটে। ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুটে নেয়। এ সময় ডাকাতদল সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। ডাকাত দলের হামলায় গ্রিডের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার উপ-পরিদর্শক এসআই সুমন চক্রবর্তী বলেন, ঘটনার তদন্ত ও পৃথক কয়েকটি অভিযানে ৮ ব্যক্তিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতে আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে ডাকাতদলের দেয়া তথ্যনুযায়ী কয়েক দফা অভিযানে এযাবৎ ৬শ’ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছার টুকরা ও রশি উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানটির ভেতরের কিছু ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এ যাবৎ আট ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ডাকাত দলের সদস্যদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেসিস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বেসিস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
১০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:৩৭



রংপুরে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ১০
রংপুরে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ১০
১০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৩:৪০







Follow Us