• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ দুপুর ১২:৪৩:০৫ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান

৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪:৩১

বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশে ফেরার দুই সপ্তাহ পর ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

Ad

৯ জানুয়ারি শুক্রবার বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপার্সনের কার্যালয়ে যান।

Ad
Ad

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।”

দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।

কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।

তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।

গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকার সোহরাব উদ্দিন বলেন, “আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সাথে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। “

দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত।

বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচন সামনের রেখে সাংগঠনিক খোঁজ-খবরও রাখছেন, নেতাদের সঙ্গে করছেন বৈঠক।

রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে, তারেক রহমান সেখানে সভাপতিত্ব করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেসিস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বেসিস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
১০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:৩৭



রংপুরে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ১০
রংপুরে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ১০
১০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৩:৪০







Follow Us