নওগাঁ প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে নওগাঁয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের বইপট্টিতে একটি হোটেলে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন এর আয়োজন করে।


এসময় সংস্থার প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন সহ জেলার বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান-রাজশাহী বিভাগের রাজশাহী ও নওগাঁ জেলার ৪টি উপজেলায় ২৪ টি ইউনিয়নে প্রাথমিক কাজ করা হচ্ছে।
প্রতিনিয়ত পানির স্তুর নিচে নেমে যাচ্ছে। এতে কৃষি ও মানব জীবনে জলবায়ুর বিরুপ প্রভাব পড়েছে। আগামীতে নওগাঁ জেলাও ঝুঁকিপূর্ণ রয়েছে। মাঠে কাজ করার সময় প্রতি বছর বজ্রপাতে শ্রমিক মারা যাওয়ার ঘটনা ঘটছে। আতঙ্ক বেড়েছে। কলকারখানার নোংরা পানি ও প্লাস্টিকের বর্জে নদী দুষণ হচ্ছে। এ থেকে উত্তরনে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে এ জেলাকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available