• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ সকাল ১১:৪৪:১৪ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণ মাদক জব্দ

১৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:০৮

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

১৪ ও ১৫ অক্টোবর সোমবার ও মঙ্গলবার টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

Ad
Ad

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন উদয়শ্রী এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), একই এলাকার শ্রী বিনয় চন্দ্র বর্মনের ছেলে শ্রী বিনয় চন্দ্র বর্মন ও উত্তরচকরহমত এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আতাবুল ইসলাম (৪০)।

Ad

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
জেনে নিন হাঁসের মাংসের যত উপকারিতা
১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৩:০৮





Follow Us