• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:০৭:৫৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

বাজারের গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ

৭ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৪২:৫৯

সংবাদ ছবি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙে দোকানঘর নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

Ad

৬ এপ্রিল রোববার সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগৎপুর বাজারে সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে বক্তব্য রাখেন সচেতন ছাত্রসমাজের পক্ষে আল হাসান নাহিদ, রোকনুজ্জামান মিলন, শামীম হোসেন, আবু সুফিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে নূর হোসেন।

বক্তারা বলেন, এ বাজারে একাধিক গণশৌচাগার থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরে সরকারি অর্থায়নে জগৎপুর পশ্চিম বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে ইব্রাহিম খলিল ২০২৩ সালে রাতের আঁধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারটি ভেঙে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করেন।

বক্তারা আরও বলেন, এখানে ইউনিয়ন কৃষি অফিস রয়েছে। কিন্তু তার অর্ধেক অংশ ইব্রাহিম খলিল দখলে নেয়। স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ এক হয়ে গণশৌচাগারটি পুনঃনির্মাণের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ ব্যাপারে অভিযুক্ত ইব্রাহীম খলিল গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ বিষয়ে বলেন, এখানে আমার জগতপুর মৌজার বিএস ১৫৪৮ দাগে ৩ শতাংশ ১০ পয়েন্ট ক্রয় করা সম্পত্তি। আমার ক্রয় করা সম্পত্তির মধ্যে পরিত্যক্ত টয়লেট ছিল, এ টয়লেটে প্রতিদিন বখাটে ছেলেরা স্কুলগামী শিক্ষার্থীদের উত্যক্ত করায় সকলের সাথে পরামর্শ করে টয়লেট ভেঙে আমার ক্রয় করা সম্পত্তির উপর দোকান নির্মাণ করি। জগতপুর বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জগতপুর বাজারে আমার নিজ অর্থায়নে টয়লেট নির্মাণ করে দিবো মানুষের সুবিধার্থে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারি সম্পত্তির উপর যদি কেউ দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে তাহলে খুব শীগ্রই আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us