• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:০৮:৪৪ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

শেরপুরে ২ দিনের ব্যবধানে আবারও অটোচালকে হত্যা

১৫ মার্চ ২০২৪ সকাল ১১:০০:৩৪

সংবাদ ছবি

শেরপুর প্রতিনিধি: দুই দিনের ব্যবধানে শেরপুরে আবারও চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে মোশারফ হোসেন (৪২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

নিহত মোশারফ পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

Ad
Ad

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোশারফ অন্যান্য দিনের মতো বুধবার বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয় ইফতার করেন। এরপর অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে বাড়ি না ফেরায় স্ত্রী মাহমুদা স্বজদের জানান এবং মোশারফের ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পান।

পরে সকালে ঘাকপাড়া-মন্ডলিয়াপাড়া পাকা সড়কের পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের গলায় গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের শনাক্ত করতে কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোরিকশা চালক আসাদুজ্জামান নিখোঁজ হলে ১২ মার্চ তার মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। একই দিন ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩৩

সংবাদ ছবি
গানম্যান পেলেন নাহিদ-হাসনাতসহ এনসিপির ৪ জন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৩


সংবাদ ছবি
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০



সংবাদ ছবি
দুর্ঘটনার শিকার ইমরান হাশমি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৪


সংবাদ ছবি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:২০



Follow Us