পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে টানা তিন দিনের গুড়ি-গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বৈরী আবহাওয়ায় উপজেলার উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাসিমাখা মুখকে কালো মেঘে ঢেকে দিয়েছে।

কয়েক দিন পূর্বেও যে কৃষক গোলাভরা নতুন ধানের স্বপ্ন দেখছিলেন, এখন মাঠের চিত্র দেখে তাদের মনে বিষাদের ছায়া। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় শীষ ভারী হয়ে আসা পাকা ও আধা-পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে।


পানিতে ডুবে যাওয়ায় এসব ধানের দানা ঠিকমতো পুষ্ট না হওয়া এবং চিটা হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের আমন চাষিরা।
৫ নভেম্বর বুধবার সকালে জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নে গেলে কথা হয় ক্ষতিগ্রস্ত কৃষক মুক্তারুলের সাথে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘নিজের জমি কম থাকায় অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। এই বৃষ্টিতে আমার আবাদের বেশিরভাগ ধানগাছ পানিতে হেলে পড়েছে। এখন আঁটি বেঁধে ধানগাছগুলো পানি থেকে তুলে দাঁড় করানোর চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘এবারের ফসল নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু এখন তো সবই শেষ।’
শুধু মুক্তারুল নন, উপজেলার আরও অনেক কৃষকেরই এখন একই অবস্থা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন কৃষকদের উদ্দেশ্যে বলেন, ‘আবহাওয়া ভালো হওয়ার সাথে-সাথে পরিপক্ব (৮০%)আগাম ধান দ্রুত কেটে ফেলতে হবে।’ তাছাড়া হেলেপড়া ধানের ৪টি গোছা একত্রিত করে দাঁড় করানোর পরামর্শ প্রদান তিনি। আগাম আলু ও সবজি ক্ষেতের জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করতে হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available