আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
অনলাইন ডেস্ক: দেশের ওপর উচ্চচাপ বলয়ের প্রভাবের কারণে আগামী পাঁচ দিন সারাদেশে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের কিছু নদী অববাহিকা এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।১৭ জানুয়ারি শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে।১৮ জানুয়ারি রোববার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এ ছাড়া ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।