ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের ডাকা লকডাউনে বিশৃঙ্খলা ও নাশকতা রোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।১৩ নভেম্বর বৃহস্পতিবার সারাদিন উপজেলার বিভিন্ন এলকায় তাদের এ কর্মসূচি চলে।এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রবেশদ্বার , দাশুড়িয়া ট্রাফিক মোড়, আলহাজ্ব মোড়, পাকশী গোল চত্ত্বর এবং ঈশ্বরদী রেলওয়ে বাস টার্মিনালে বিএনপি নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপির এ কর্মসূচিতে ঈশ্বরদী পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অবস্থান কর্মসূচির কারণে প্রধান সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি কম ছিল। বিএনপির অবস্থানের কারণে উপজেলার কোথাও আওয়ামী লীগের কোনো মিছিল, ঝটিকা মিছিল বা বিক্ষোভের সুযোগ হয়নি।এর আগে বুধবার সন্ধ্যায় লকডাউন প্রতিরোধে ঈশ্বরদী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে মোটরসাইকেল শোডাউন আয়োজন করা হয়। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।