রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে ৪ সন্তানের জননীর মৃত্যু
রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় স্বামী মো. মানিক মিয়ার ছুরিকাঘাতে ৪ সন্তানের জননী শিউলি আক্তার (৪০) নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায়।ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করেছেন পুলিশ। তবে আটক স্বামীকে বুদ্ধি প্রতিবন্ধী বলে পুলিশ ধারণা করছে।বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মাসুদুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় স্বামী ও স্ত্রীর মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর বুকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। পরে খবর পেয়ে তার লাশ ময়না তদন্ত করার জন্যে নরসিংদী মর্গে প্রেরণ করা হয়। এদিকে স্বামী মো. মানিক মিয়াকে আটক করা হয়েছে।