• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৪১:৫৯ (19-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সীমান্তে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দুই পরিবারকে সেলাই মেশিন বিতরণ বিজিবির

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সামাজিক কল্যাণমূলক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।৯ আগস্ট শনিবার রাজনগর জোনের উদ্যোগে বরকল উপজেলাধীন দুর্গম সীমান্তে দোকানঘাট বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার রশিকা চাকমা (৩২), স্বামী-গ্যানো মনি চাকমা এবং কল্পনা চাকমা (৩৫), স্বামী-সনাতন চাকমাকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পাহাড়ি ২টি পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রত্যেক পরিবারকে ১টি করে মোট ২টি সেলাই মেশিন প্রদান করেছে রাজনগর জোন (৩৭ বিজিবি)।  তারা রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার শুকনাছড়ি, ৫নং বড়হরিণা ইউনিয়নের বাসিন্দা।বিজিবির এই উদ্যোগের ফলে উল্লেখিত পরিবার দুটি স্বাবলম্বী হয়ে জীবন-জীবিকার উন্নয়নে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিজিবির এই সহায়তা শুধু তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক সহযোগিতাই নয়, বরং দীর্ঘমেয়াদে একটি পরিবারকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক হবে বলে মন্তব্য করেন স্থানীয় ব্যক্তিবর্গ।রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।