হাদী হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর উত্তর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর খুনিদের বিচার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।তুমি কে? আমি কে? হাদী হাদী, ঢাকা না দিল্লি স্লোগানের মাধ্যমে ছোট-ছোট মিছিল এসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর খুনিদের বিচার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য গণ ও পণ্য পরিবহন।১৯ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে এ ঘটনা ঘটে।নাগরিক পার্টি এনসিপি শ্রীপুর শাখার সমন্বয়ক আবু রায়হান মিসবাহ্ বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর খুনিদের বিচার দাবিতে আমরা সড়ক অবরোধ করছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেন আইনশৃঙ্খলা বাহিনী খুনিদের আইনের আওতায় আনেন।বৈষম্যবিরোধী ছাত্র নেতা কাইফাত মোড়ল বলেন, একজন জুলাই যোদ্ধাকে যেভাবে গুলি করে খুন করলো, এঘটনার সঙ্গে জড়িত খুনিদের আজও গ্রেফতার করতে পারলো না আইনশৃঙ্খলা বাহিনী। যারা খুনিদের পালিয়ে যেতে সহযোগিতা করলো তাদেরও বিচার দাবি করছি।