• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ সকাল ১১:৩৭:৪২ (18-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সৈয়দপুরে পুলিশি অভিযানে ৩ ভিসা প্রতারক গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তিন ভিসা প্রতারককে গ্রেফতার করেছে।১৪ অক্টোবর মঙ্গলবার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুটিরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।এ সময় তিন ভিসা প্রতারককে গ্রেফতার করা হয় । তারা হলেন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আশরাফ আলীর ছেলে হাসান আলী, তাজুল ইসলামের ছেলে নাজাতুল ইসলাম, মোজাহারুল ইসলামর ছেলে জেবিন আল মামুন।জানা যায়, জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে পুলিশের চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মোবাইল ফোন ২টি পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে ভিসা প্রতারণা ও অনলাইন ক্যাসিনো খেলার সত্যতার প্রমাণ মেলে।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ জানান, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।