রাঙামাটিতে মাছের ট্রাকে বস্তাভর্তি ভারতীয় সিগারেট জব্দ
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় বিশেষ অভিযানে মাছবাহী ট্রাকে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২১ নভেম্বর শনিবার রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১,৪৫০ প্যাকেট (১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।জানা যায়, মারিশ্যা জোন এডি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। পাহাড়ি গহিন পথে রাখা পরিত্যক্ত ট্রাকটি সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয় এবং মাছের আড়ালে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ করা হয়।বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে রাঙামাটির দুর্গম সীমান্ত এলাকা হয়ে ভারতীয় নকল বা অবৈধ পণ্য বিশেষ করে সিগারেট, বিড়ি, মাদকদ্রব্য ও অন্যান্য ভোগ্যপণ্যের চোরাচালান বৃদ্ধি পেয়েছে। চোরাচালান রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত টহল মোতায়েন করা হবে।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও জব্দকৃত সিগারেট ও ট্রাক আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’