কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে র্যাবের অভিযান ১১ দালাল গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালাল সদস্যকে গ্ৰেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।২৭ অক্টোবর সোমবার দুপুরের কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্ৰেফতার দালাল সদস্যদেরকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযান শেষে তিনি জানান, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরের মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিশ্রাম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, এই মেডিকেল কলেজের দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে মেডিকেলে ওয়ার্ডবয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালি কার্যক্রমে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও তার স্বজন চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।