• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ সকাল ১০:৩৭:০৫ (26-Jan-2026)
  • - ৩৩° সে:
কালিয়াকৈরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

কালিয়াকৈরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগটি করেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ জানুয়ারি বিকেল ৩ টার দিকে আড়ইগঞ্জ বাজারসংলগ্ন ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কর্মীসভা চলার আগ মুহূর্তে  একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বাইরে রাখা পাঁচটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়।পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান–এর ছবি ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, একটি পক্ষ মামলা করেছে ও আরেকটি পক্ষ লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।