হাকিমপুরে পুকুরে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি উত্তর মাঠপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য চাষি মো. আব্দুল মান্নানের ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ক্ষতি সাধন করেন।২০ নভেম্বর বৃহস্পতিবার মো. আব্দুল মান্নান বাদী হয়ে ইসতিয়াক আহম্মেদ টনিসহ ৪ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে হাকিমপুর উপজেলা মৎস্য অফিসার মো. আখতারুজ্জামান ও হাকিমপুর থানার এস আই মো. সুজা মিয়া সরেজমিনে তদন্ত করেছেন।হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।