বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শীর্ষস্থানীয় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের জন্য ফোরামের প্রাতিষ্ঠানিক জ্ঞানভান্ডারকে এজেন্টফোর্স ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে সক্রিয় করা হয়েছে।এর ফলে ডাভোসে আয়োজিত এই সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের তিন হাজারের বেশি প্রভাবশালী কর্পোরেট লিডার সিদ্ধান্ত গ্রহণে এজেন্টিক এআই-এর সহায়তা পাবেন।এই উদ্যোগের অংশ হিসেবে ফোরাম চালু করেছে একটি নতুন ও আগাম সহায়তামূলক নির্ভুল ডিজিটাল কনসিয়ার্জ অ্যাপ ‘ইভিএ’। সেলসফোর্সের এজেন্টফোর্স ৩৬০-এ নির্মিত অ্যাপটি সাধারণ প্রশ্নোত্তরের সীমা ছাড়িয়ে গিয়ে যুক্তি বিশ্লেষণ, অগ্রাধিকার নির্ধারণ ও অংশগ্রহণকারীর হয়ে প্রয়োজনীয় কাজ করতে সক্ষম একটি এআই সহকারী হিসেবে কাজ করবে।১৯ থেকে ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠাতব্য এবারের সম্মেলন হতে যাচ্ছে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। ৪৫০টির বেশি গুরুত্বপূর্ণ সেশন এবং হাজারো বৈঠকের মধ্যে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই জায়গাতেই ইভিএ কার্যকর ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক দশকেরও বেশি সময়ের নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করে ইভিএ অংশগ্রহণকারীদের জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে-যার মাধ্যমে তারা সম্মেলনের স্থান সহজে খুঁজে পাবেন, ব্যক্তিগত সময়সূচি পরিচালনা করতে পারবেন এবং নেটওয়ার্কিং আরও কার্যকর হবে।এজেন্টফোর্স ৩৬০ ব্যবহার করে অ্যাপটি এআই, তথ্য ও মানুষকে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে যুক্ত করেছে। ইভিএ স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ সেশন সুপারিশ করে, দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিস্তারিত ব্রিফিং নোট তৈরি করে দেয়। ফলে আগে যেখানে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো, সেখানে এখন তাৎক্ষণিকভাবে কার্যকর তথ্য পাওয়া সম্ভব হচ্ছে।সেলসফোর্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিওফ বলেন, “ডাভোসের ইতিহাসে সবচেয়ে বড় এই সম্মেলনে আমরা চাই প্রতিটি অংশগ্রহণকারী অনুভব করুক-একজন এআই সহকারী কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারে। ইভিএ কোনো সাধারণ চ্যাটবট নয়; এটি একটি বুদ্ধিমান ডিজিটাল সহকারী, যা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে, ভালোভাবে প্রস্তুত হতে এবং কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে।”ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও বোর্গে ব্রেন্ডে বলেন, “আমরা আমাদের কর্মীদের প্রস্তুতি কাজে এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এআই ব্যবহার করছি। এটি শুধু সময়সূচি সাজানোর বিষয় নয়-আমরা ফোরামের পুরো জ্ঞানভাণ্ডার সরাসরি প্রতিটি অংশগ্রহণকারীর হাতে তুলে দিচ্ছি।”এজেন্টচালিত কনসিয়ার্জ: নির্ভুল পরিকল্পনার নতুন ধাপ৫৬তম বার্ষিক সম্মেলনে ইভিএ অংশগ্রহণকারীদের জন্য একাধিক স্মার্ট সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ব্যক্তিগত সময়সূচি সহজে ব্যবস্থাপনা করা যাবে-সেশন ও দ্বিপক্ষীয় বৈঠক প্রস্তাব করা, বুকিং করা, প্রয়োজন অনুযায়ী পুনর্নির্ধারণ বা বাতিল করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল মানচিত্রের সাহায্যে ক্যাম্পাসের ভেতরে সহজ ও নির্ভুল পথনির্দেশ পাওয়া যাবে। এছাড়া আসন্ন বৈঠক ও সেশন সম্পর্কে ফোরামের পূর্ণ ডেটাবেস ব্যবহার করে সহজ ভাষায় প্রস্তুত করা ব্রিফিং নোটের মাধ্যমে বৈঠকের আগেই অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।বাস্তবে ‘এজেন্টিক এন্টারপ্রাইজ’ এজেন্টফোর্স ৩৬০ সিদ্ধান্ত নিতে ও কাজ সম্পন্ন করতে ডাটা ৩৬০, এজেন্টফোর্স মার্কেটিং এবং ফোরামের নিজস্ব তথ্যভাণ্ডার ব্যবহার করে। ডাটা–এ সেলসফোর্স সিআরএম–এর ৫০০টির বেশি কাস্টম ডেটা সংরক্ষিত রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে।এই ব্যবস্থার মাধ্যমে এজেন্টফোর্স সার্ভিস ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্মে গ্রাহক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে মিউলসফট ফোরামের সিআরএমকে অর্থ, মানবসম্পদ ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সিস্টেমের সঙ্গে সংযুক্ত করেছে, ফলে তথ্য প্রবাহ আরও সমন্বিত হয়েছে। পাশাপাশি টেবলিউ তথ্য বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি স্পষ্টভাবে উপস্থাপন করছে।ভবিষ্যতে এজেন্টফোর্স ৩৬০ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, যাতে সদস্য নিবন্ধন ও সেবা ব্যবস্থাপনা আরও সহজ হয়। এর মাধ্যমে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিজেকে একটি ‘এজেন্টিক এন্টারপ্রাইজ’ হিসেবে প্রতিষ্ঠিত করছে-যেখানে অতিরিক্ত জনবল ছাড়াই ব্যক্তিকেন্দ্রিক ও উচ্চমানের অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব।