• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ ভোর ০৪:৫২:৫৮ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লংগদুতে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ চোর গ্রেফতার

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: দীর্ঘ দিন ধরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় সাধারণ মানুষের আসবাবপত্র ও গরু-ছাগল চুরির ঘটনা ঘটে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।অভিযোগ আমলে নিয়ে গোপনে ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া মালামালসহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বুধবার বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে অফিসার ইনচার্জ মো. জাকারিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ আসামী মো. নজিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মটরসাইকেল, তিনটি পুরাতন ইঞ্জিন, একটি ইঞ্জিনসহ নৌকা।লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, ‘এলাকায় চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ নজিবুল ইসলামকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।’