• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:১৭:৪৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা মেহেদী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।২১ সেপ্টেম্বর রোববার দুপুরে তাকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।এর আগে শনিবার রাতে র‍্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। গ্রেফতার আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি হত্যা মামলা ও ১টি হত্যা চেষ্টা মামলাসহ ৩টি মামলা রয়েছে।  এছাড়াও তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক জালিয়াতি মামলা রয়েছে।