• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ দুপুর ১২:১৮:০২ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

৩১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৬:৪৯

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: ঘনিয়ে আসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজিত এই বৈশ্বিক আসর। তবে টুর্নামেন্টের সূচনালগ্নে ভারতে আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কলকাতায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

Ad

আসন্ন বিশ্বকাপে কলকাতায় সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আপত্তি তুলেছে বলে খবর পাওয়া গেছে। তবে ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।

Ad
Ad

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণের ঘটনা অবশ্য নতুন নয়। এ নিয়ে রাজ্যে অষ্টমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছে। সম্প্রতি দুই নারী নার্সের শরীরে নিপাহ ভাইরাস পাওয়া গেছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ বলা অতিরঞ্জিত। এটি একটি নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে নজরদারি, পরীক্ষাগার পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্ত চালিয়ে সময়মতো সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে তারা ভ্রমণ বা বাণিজ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ আরোপের সুপারিশ করেনি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে মনে করছে বিসিসিআই। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। যেকোনো স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেয়া হয়। তবে আপাতত বড় কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসের সর্বশেষ দুই রোগী বারাসাতে শনাক্ত হয়েছেন, যা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। নির্ধারিত সূচি অনুযায়ীই কলকাতায় বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেয়ার প্রশ্নই ওঠে না। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ভিন্ন কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিপাহ প্রাদুর্ভাব বিশ্বকাপ আয়োজনের পথে কোনো বাধা সৃষ্টি করছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ
৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৬:২৮




সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৮:১০

ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৯:১৫



কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৪:২৯



Follow Us