• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই পৌষ ১৪৩২ ভোর ০৫:৩০:৫১ (26-Dec-2025)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে আনন্দ উল্লাসে বড়দিন পালন করছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা

২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৮:৫৫

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সকাল থেকে প্রার্থনা ও গান বাজনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে।

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে জেলার বিভিন্ন গির্জা ও চার্চে প্রার্থনা করে বড়দিনের আনন্দ শুরু করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নর-নারীরা।

Ad
Ad

এর আগে ২৪ ডিসেম্বর রাতে সকল গির্জায় বড়দিন উপলক্ষে রাত ১২ঃ০১ মিনিটে কেক কেটে যীশুখ্রিষ্টকে বরণ করে নেন তারা। খাগড়াছড়িতে ২২২ গির্জা ও র্চাচ ছাড়াও খ্রিষ্টান পল্লীতে উৎসবের আমেজ চলছে। উৎসবে আসা ভক্তরা বলেন, বড়দিন উপলক্ষে সারা পৃথিবীতে আমরা একযুগে বড়দিন পালন করতেছি।

এই দিনে প্রভু যিশুখৃষ্ট জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা এই দিনটিকে খৃষ্টান ভাই-বোনরা এক হয়ে উৎসবের মাধ্যেমে এই দিনটি পালন করে থাকি।) ছোটবাড়ী পাড়া সেন্ট পলস বিলিভার্স ইস্টার্ন চার্চ,ডিকন শরৎ বাবু ত্রিপুরা জানান, এটি হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন।

সুখবর বার্তা এটা। এই দিনটি উপলক্ষে আমরা প্রার্থনা করি। ঘরে ঘরে ঘুরে বেড়াই। আনন্দ করি। সকলের মঙ্গলার্থে প্রার্থনা করি যাতে দেশে শান্তি বিরাজমান থাকে। সকলে শান্তিতে বসবাস করতে পারি। বিলিভার্স ইস্টার্ন চার্চ, চট্টগ্রাম বিভাগের রেভাঃ ফাদার মনজয় ত্রিপুরা বলেন, এই দিনে প্রভু যীশুখৃষ্ট মানবজাতির কল্যানের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। এই দিন উপলক্ষে আমরা প্রার্থনা করি দেশবাসীর শান্তি কামনায় এবং বিশেষ কল্যানার্থে।

এরপর আমরা সকলে মিলে একত্রিত হবো আনন্দ করবো। দুপুর বেলায় প্রতিটি চার্চে মধ্যহ্নভোজ এর ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে বড়দিন উদযাপনে জেলা উপজেলার সব র্চাচ ও গির্জায় আনন্দ উল্লাস করবে সবাই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রংপুর রেঞ্জ ডিআইজির থানা পরিদর্শন
২৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৭:১৬





সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৪১


Follow Us