• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৫:৩৯:০৩ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০৮:৩৪

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

Ad

১০ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আপিল আবেদনের শুনানিকালে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

Ad
Ad

এর আগে গত ৫ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন এইচ এম হামিদুর রহমান আযাদ।

গত ২ জানুয়ারি বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে আযাদের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে কাগজপত্র ও মামলার জটিলতা পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

শুনানি শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, ‘গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us